বলিউডের অনেক ব্যবসা সফল ছবির জুটি কাজল ও শাহরুখ খান। নব্বইয়ের দশকে এই জুটির একের পর এক ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে। আজও তাদের পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক।
শুধু পর্দার জুটি হিসেবে না পর্দার বাইরেও কাজল এবং শাহরুখ ভাল বন্ধু। সেই বন্ধুর কাছ থেকেই নাকি অভিনয় শিখেছিলেন কাজল। সম্প্রতি এমন তথ্য শেয়ার করেছেন স্বয়ং বলিউডের এ তারকা অভিনেত্রী। এই মুহূর্তে প্রদীপ সরকার পরিচালিত ‘হেলিকপ্টার ইলা’র প্রচারে মহা ব্যস্ত কাজল। তারই ফাঁকে সাংবাদিকদের জানান, শাহরুখ নাকি অভিনয় নিয়ে পরামর্শ দিয়েছিলেন কাজলকে। এমনকি, কখনও বলিউড বাদশার কাছে অভিনয়ও শিখেছেন এ নায়িকা। কাজল বলেন, ‘যখন আমরা বাজিগরের শুট করছি, শাহরুখ আমাকে বলেছিল অভিনেত্রী হিসেবে আরও শ্রম দিতে হবে। অনেক সময় অভিনয় দেখিয়েও দিত। কিন্তু সেই পরামর্শ তখন সে ভাবে বুঝতে পারিনি। পরে ‘উধার কি জিন্দেগি’র মতো ছবি যখন করলাম তখন বুঝেছিলাম আরও পরিশ্রম করতে হবে আমাকে।’ কাজল মনে করেন, ‘বেখুদি’ বা ‘দুশমন’-এর মতো ছবি তাকে অভিনেত্রী হিসেবে আরও উন্নত করেছে।