শাহরুখ খানের নায়িকার নানাবাড়ি ময়মনসিংহ সঞ্জিতা ভট্টাচার্যের এর

0
319


আনন্দ বিনোদন ডেস্ক :
শৈশব থেকে শাহরুখের কোনো ছবি দেখা মিস করেননি। সেই বলিউড বাদশাহর বিপরীতে দাঁড়িয়ে অভিনয় করলেন সঞ্জিতা ভট্টাচার্য। ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রতীক্ষিত শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এর আগে ‘ফিলস লাইক’ ও ‘ব্রেকিং নিউজ’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সঞ্জিতাকে।

ভারতের নামি চিত্রশিল্পী সঞ্জয় ভট্টাচার্যের মেয়ে তিনি। পিতৃসূত্রে কলকাতার হলেও জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। বাংলাদেশের সঙ্গে এই অভিনেত্রীর রয়েছে নাড়ির যোগ, ময়মনসিংহে তাঁর মায়ের বাড়ি। তবে তাঁর মায়ের নাম ও ব্যক্তিজীবন নিয়ে কিছু জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জিতা বলেন, ‘দিল্লিতে আমার এমন কোনো বন্ধু নেই যে বাংলা বলতে পারে। কিন্তু বাড়িতে বাংলা চর্চাটাই বেশি হয়। কারণ মা ও বাবা দুজনই বাঙালি। আমি লন্ডনে পড়াশোনা করলেও বাংলা চর্চা থেকে দূরে সরে যাইনি।
’ সঞ্জিতার বড় পরিচয় গায়িকা। নিজেই লেখেন গান। বার্কলি কলেজ অব মিউজিক থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এই কলেজের শিক্ষার্থীরা অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমানকে সংবর্ধনা দিয়েছিল গানের মাধ্যমে। সেই গানে পারফরম করেছিলেন বাংলাদেশের আরমিন মুসা, ছিলেন সঞ্জিতাও।
সঞ্জিতার প্রথম অ্যালবাম ‘শুরুওয়াত’ মনোনীত হয়েছিল গ্র্যামিতেও। টাইমস অব ইন্ডিয়াকে সঞ্জিতা বলেন, ‘আমি আসলে গান ও নাচের মানুষ। এই ছবিতে অভিনয়ের পর নিজেকে নিয়ে নতুন করে ভাবছি।’ সঞ্জিতা আরো বলেন, “শুটিংয়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে বললেন, ‘হ্যালো, আমার নাম শাহরুখ!’ ভাবুন একবার। শাহরুখ এমনটা বলছেন। প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু শাহরুখ আমাকে কমফোর্ট দেওয়ার জন্য নানা রকম কথা বলতেন। জোকস শোনাতেন। আর বারবারই বলতেন, আমরা একটা টিম। শাহরুখের সঙ্গে অভিনয় করে একটা জিনিস বুঝতে পেরেছি। যাঁরা যত বেশি সফল হয়, তাঁরা তত বেশি মাটির মানুষ হয়। আমি সংগীতশিল্পী জানতে পেরে আমাকে একটা গিটার ও মাইক্রোফোন গিফট করেছেন। আমি তাঁকে সেই গিটার বাজিয়ে গান শুনিয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here