দুইবার বিয়ে করবেন প্রিয়াঙ্কা-নিক জুটি

0
1128

সালেহ আহম্মেদ মনা:- বলি পাড়ায় থামছেই না যেন বিয়ের উৎসব। রনবীর-দীপিকার পরে এবার আরেক বলিউড অভিনেত্রী সাবেক সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া চলতি সপ্তাহেই হলিউড তারকা নিক জোনাসের সাথে তার বিয়ের কার্যক্রম শুরু হচ্ছে। ২৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ ডিসেম্বর বিয়ে সম্পন্ন হবে। ঐতিহাসিক বিয়েকে কেন্দ্র করে যাদবপুরের উমেদ ভবনে হবে সব আয়োজন।

উভয়ের ধর্মের প্রতি সম্মান জানাতে তারা দুইবার বিয়ে করবেন। ২ ডিসেম্বর তাদের বিয়ে হবে হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী। আর এক দিন পর তারা আবারো বিয়ে করবেন খ্রিষ্ট ধর্মীয় নিয়ম অনুযায়ী।

২৯ নভেম্বর আয়োজনের প্রথম দিন মেহেদি ও সঙ্গিতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হলুদের অনুষ্ঠান আয়োজিত হবে ১লা ডিসেম্বর।

দুই তারকার এ বিয়েতে বলিউডের আরেক আলিয়া ভাট, রনবীর কাপুর, সালমান খান, ক্যাট্রিনা কাইফ, ফরহান আখতার এবং সিদ্ধার্থ রায় কাপুরসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।