২০১৬ সালে উড়িতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে নির্মিত হয়েছেন বলিউড সিনেমা ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এতে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।
ভিকি কৌশল বলেন, ‘উড়ি’ মুক্তির পর দর্শকদের যে পরিমাণ সাড়া পেয়েছি তা অপ্রতিরোধ্য। এটি একটি অদ্ভুত অনুভূতি যে দর্শকরা আমাদের সিনেমাটি খোলা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন।
নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েই বাজিমাত করেছে সিনেমাটি। মাত্র ৫ দিনেই বক্স অফিস থেকে আয় করে ৫০ কোটি রুপি। সেই ধারাবাহিকতায় মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটির বক্স অফিস আয় স্পর্শ করলো ১০০ কোটি রুপির ঘর।