তুমি সিনেমার হিরো হয়ে যাও

0
1780

২০১৫ তে একটা টিভি অনুষ্ঠানে আমাদের প্রথম আলাপ। আমি ছিলাম গেস্ট, সিয়াম হোস্ট। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ‌‌‘মহুয়া সুন্দরী’। রিলিজের প্রমোশনটা বেশ জমিয়ে হয়েছিল সেদিন। শো শেষে আমরা সেটের সবাই মিলে ছবি, সেলফি তুলতে তুলতেই সিয়ামকে বলছিলাম তুমি সিনেমার হিরো হয়ে যাও। হিরো হিরো ভাব ভঙ্গি করো কিন্তু তুমি। উপস্থিত সবার সাথে উনিও একদম হো হো হেসে উড়িয়ে দিলো ব্যাপারটা।

আহা সে যে এখন বাংলার হার্টথ্রব হিরো। তো কি দাঁড়ালো এবার! ফললো তো আমার কথা! (হিহি একটু জ্যোতিষ জ্যোতিষ ভাব নিলাম আর কি) ঘটনাটা কিন্তু মজার ‘মহুয়া সুন্দরী’ থেকে ‘বিশ্বসুন্দরী’। আর হিরোটা এবার সেই তুমিই সিয়াম আহমেদ!

ওহ্ ঘটনা আরো একটা আছে। এই দুই সুন্দরী ছবির ডিরেক্টর দুজন’ই মহিলা! ভালোবাসা রওশন আরা নিপা ও চয়নিকা চৌধুরী। বিশ্বসুন্দরীর ক্যামেরা ওপেনিং আজ। শুরুতেই (শোভা) আমি! যাই টাটা।

(পরীমনির ফেসবুক থেকে সংগৃহীত)