খোন্দকার এরফান আলী বিপ্লব:
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে গত ২৬ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় ‘শর্মিলী আহমেদ : অভিনয় শিল্পের স্বাতন্ত্র্য’ শীর্ষক সেমিনার। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন নির্বাচিত গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন।
শর্মিলী আহমেদ : অভিনয় শিল্পের
স্বাতন্ত্র্য গবেষণাপত্রের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর; নাট্য নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি, বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও পরিচালক ফেরদৌস হাসান, বিশিষ্ট অভিনেত্রী তনিমা আহমেদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক
ড. মো: মোফাকখারুল ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক ঢাকা বিশবিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অভিনেত্রী ওয়াহীদা মল্লিক জলি।
সেমিনার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান। সেমিনার অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক ও গবেষকগণ। এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।