খোন্দকার সাফিউল আলী:
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত কার্যক্রম হিসেবে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ও ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দীপক সুমন, জ্যোতিকা জ্যোতি, আশীষ খন্দকার, জিনাত শানু স্বাগতা, লায়লা হাসান প্রমুখ ।
চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে দুপুর ৩.০০ টা থেকে প্রদর্শন করা হয়।প্রদর্শনীটি ছিলো সকলের জন্য উন্মুক্ত।বিপুল সংখ্যক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন।