চট্টগ্রামে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আবৃত্তিসন্ধ্যা “দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা” অনুষ্ঠিত।

0
350

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা নিয়ে এক আবৃত্তি অনুষ্ঠান গতকাল ২৮ আগস্ট ২০২৩ সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের দেশব্যাপী আবৃত্তি আয়োজনের অংশ হিসেবে “দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা” শিরোনামের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠানের কথামালা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিনু রানী দাশ। বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
আবৃত্তি পর্বে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, সাবিরা সুলতানা বীনা, মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, জাভেদ হোসেন, শ্রাবণী দাশগুপ্তা, এএসএম এরফান, শামীমা ইয়াসমিন, সুমি বিশ্বাস, মোহাম্মদ সেলিম ভূইয়া, টুটুল দেবনাথ, অর্পিতা মজুমদার, মোহাম্মদ শাহাদাত হোসেন, উম্মে সালমা নিঝুম, বর্ষা চৌধুরী, অনির্বাণ পাল, ফাইরুজ নাওয়াল দূর্দানা, সাদিয়া আফরিন, উকে সিং মারমা, স্নিগ্ধা বড়ুয়াসহ চট্টগ্রামে বসবাসরত দেশের নন্দিত আবৃত্তিশিল্পীরা।