চট্টগ্রামে টিআইসিতে সুরধ্বনি সঙ্গীতালয়ের ‘সুরতরঙ্গ’ সম্পন্ন

0
299

চট্রগ্রাম প্রতিনিধি:

শ্রাবণের বর্ষণ মূখর সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনষ্টিটিউট (টিআইসি) গ্যালারি হলে সুরধ্বনি সঙ্গীতালয়ের যন্ত্রসঙ্গীতানুষ্ঠান ‘সুরতরঙ্গ’ সম্পন্ন হয়েছে।

৪ আগষ্ট সন্ধ্যায় শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনুপম দাশ, তাহিয়া যুন, আয়মান তাহনিফ ভূঁইয়া, পূজা ধর, মেঘদীপা হালদার, সৌগত বণিক (পরাগ), ইরাবতী দাশ, দীপ্তিমান দাশ, প্রেমাধর জয়া, প্রময় নাগ, ফুলকি ধর, আনুষ্মিতা দাশ, প্রিতম ঘোষ, সয়েদ আদিব শাবাজ, ফারলিনা সামাহাত। পরে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ডা.বাবুল কান্তি সেনগুপ্ত। প্রকৌশলী এন আর হোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দোলন কানুনগো, প্রিয়তোষ বড়–য়া, সানু দাশগুপ্ত, মদন মোহন ঘোষ।

এ সময় অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠি সুরধ্বনিকে ফুলেল শুভেচ্ছা জানায়। স্প্যানিশ গিটারে যন্ত্র সংগীত পরিবেশন করেন অনুপম দাশ, তাহিয়া যুন, সৌগত বণিক (পরাগ), ফারলিনা সামাহাত, এস্রাজ অদ্রিজা ভট্টাচার্য্য, পূর্ণা সেন, কীবোর্ডে অভ্যর্থনা দাশ, বেহালায় রাজ প্রিতম ঘোষ, প্রদ্যুৎ আচার্য্য, হাওয়াইয়ান গিটারে আনুষ্মিতা দাশ, মেঘদীপা হালদার, ডা. সুজিৎ কুমার বিশ্বাস, ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, ডা. মৌমিতা ঘোষ, রাজ কিশোর ঘোষ, বিশুতোষ তালুকদার, মঞ্জুরুল হক মঞ্জু, ইলিয়াছ ইলু, সাথী দে, মায়া দে, অরুপ তালুকদার, রাজীব চৌধুরী ও মদন মোহন ঘোষ। যন্ত্রানুসঙ্গ তবলায় ছিলেন পলাশ দেব, সুরজিত সেন, কিবোর্ডে হিলে¬াল রায়, অক্টোপ্যাডে মুন দে, অনুষ্ঠান সঞ্চালনায় অরুন্ধতী চৌধুরী, গ্রন্থনায় প্রকৌশলী নীপেশ রঞ্জন দে ও সঙ্গীত পরিচালনায় শিল্পী মদন মোহন ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here