সম্পন্ন হলো আনন্দ বিনোদন কনসেপ্টুয়াল ফ্যাশন ফটোশুট

0
1421

আনন্দ বিনোদন ডেস্ক :

ধানমন্ডি লেকের মনোরম পরিবেশে লোকেশনে শুটটি করা হয়। এই ফটোশুটে মডেলরা তুলে ধরেন শীতের রূপচর্চা , তারুন্যের ভাবনায় সোসাল মিডিয়ার আসক্তি , আনন্দময় শিশুর শৈশব। এছারা আরও সামাজিক সচেতনতা তুলে ধরা হয় শুটটির মাধ্যমে ।
এইচ এম পিয়ালের পরিচালনায় মডেল ছিলেন তুষার হাবিব, আনিকা, মধুলতা, মায়া, ওবায়েদ, সৌরভ, বৃষ্টি, অন্তিম ও এছারা শিশু মডেল হিসেবে ছিলেন নোহা ও আরহাম

চিত্র পরিচালক ও আনন্দ বিনোদন ম্যাগাজিনের ডেপুটি এডিটর এইচ এম পিয়াল বলেন দেশের জনপ্রিয় ম্যাগাজিন আনন্দ বিনোদন সব সময় শোবিজের তারকাদের মাধ্যমে অনেক সামাজিক বিষয় তুলে ধরে, এই কনসেপ্টুয়াল শুটটি ছিল তারই প্রয়াস। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন একটা আইডিয়া নিয়ে ভিন্নধর্মী একটি ফটোশুট এর আয়োজন আছে বলে পিয়াল জানায়।

ভিডিওগ্রাফিতে ছিলেন কাজি ফরিদ ও হাবিবের ফটোগ্রাফিতে অসাধারণ সুন্দর কাজ শেষ করা হলো। এতে মেকওভারে ছিলেন মেহেদি হাসান। ফটোশুটের আয়োজন করেছিলো ঢাকা মডেল এজেন্সি

সার্বিক সহযোগিতা ও কৃতজ্ঞতায় এস.এ.এম সুমন
সম্পাদক, আনন্দ বিনোদন।