ফারজানা মৃধা সুখি: ক্যাটারিং থেকে ব্র্যান্ড প্রমোশনের ঝলমলে যাত্রা
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
বিনোদন ডেস্ক: জীবনের স্রোতে ভেসে চলতে গিয়ে অনেকেই মাঝপথে থেমে যান। কিন্তু যারা ধৈর্য, মেধা আর শ্রম দিয়ে এগিয়ে যান, তারাই হয়ে ওঠেন অন্যদের অনুপ্রেরণা। ঠিক তেমনই এক নাম ফারজানা মৃধা সুখি।
২০১৮ সালে একেবারে নতুন উদ্যোক্তা হিসেবে ফ্রেশ হোমমেইড খাবারের ক্যাটারিং সার্ভিস চালু করেন তিনি। শুধু উদ্যোগই নয়, নিজেই শেফ হিসেবে টানা পাঁচ বছর সেই ব্যবসা সফলভাবে পরিচালনা করেছেন। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া খাবারের গুণে অল্প সময়েই তার এই ক্যাটারিং ব্যবসা ব্রাহ্মণবাড়িয়ায় সুনাম কুড়িয়ে নেয়।
তবে সুখি সেখানেই থেমে থাকেননি। দুই বছরের মাথায় শুরু করেন এক নতুন পথচলা—ব্র্যান্ড প্রমোশন ও লাইভ প্রেজেন্টেশনের। গত ছয় বছর ধরে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে নানা ব্র্যান্ড, দোকান ও পণ্যের প্রমোশন করে আসছেন তিনি। লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করেছেন নিজস্ব দর্শকগোষ্ঠী এবং এর মধ্য দিয়ে হয়ে উঠেছেন এক পরিচিত মুখ।
যদিও শিশুশিল্পী হিসেবেই ছিল তার মিডিয়ায় প্রথম পদচারণা। অভিনয় ও আবৃত্তির মাধ্যমে শুরু, আর ২০১৪ সালে মুক্তি পায় তার প্রথম মিউজিক ভিডিও। তবে বাবার অকাল মৃত্যু জীবনে তৈরি করেছিল এক গভীর শূন্যতা। তবুও তিনি ভেঙে পড়েননি, বরং নতুন শক্তি নিয়ে এগিয়ে গেছেন।
শিক্ষাজীবনেও তিনি পিছিয়ে থাকেননি। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে অর্জন করেছেন এলএলবি ডিগ্রি। পেশাগত কাজের পাশাপাশি আজ তিনি নিজের ছেলেকেও শিশুশিল্পী হিসেবে গড়ে তুলছেন।
নিজের স্বপ্ন ও সংগ্রামের কথা বলতে গিয়ে সুখি জানান
“আমি জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়েছি, কিন্তু কাজ থেকে কখনো পিছিয়ে যাইনি। আমি বিশ্বাস করি, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।”
ঢাকার বাইরে থেকে কাজ করায় অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। ঢাকার অনেক ব্র্যান্ড ও শপ ওনাররা তাকে দিয়ে প্রমোশন করাতে আগ্রহী, কিন্তু দূরত্বের কারণে তা সম্ভব হচ্ছে না। তাই খুব শিগগিরই ঢাকায় শিফট হয়ে নিজের কাজকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চান তিনি।
ফারজানা মৃধা সুখির যাত্রা প্রমাণ করে, একজন নারী চাইলে ঘর-সংসার সামলিয়েও নিজেকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। নিজের যোগ্যতা, মেধা, শ্রম ও ডেডিকেশন দিয়েই তিনি তৈরি করেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য তার গল্প নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা—কোনো স্বপ্নই ছোট নয়, আর কোনো পথই অসম্ভব নয়, যদি থাকে পরিশ্রম আর অধ্যবসায়।
আপনার মতামত লিখুন :