• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সাধারণ জীবন, অসাধারণ কাজ—আফরান নিশোর খোলামেলা স্বীকারোক্তি


FavIcon
Ananda Binodon
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত : ad728

আনন্দ বিনোদন ডেস্ক :

এস.এ.এম সুমন

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দুই দশকের ক্যারিয়ারে মডেলিং থেকে শুরু করে নাটক ও সিনেমা—সব ক্ষেত্রেই সমান সাফল্য দেখিয়েছেন তিনি। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমার মাধ্যমে ইতোমধ্যে বড়পর্দায়ও দর্শকদের মন জয় করেছেন এই তারকা। এবার তিনি সিনেমাতেই বেশি মনোযোগ দিচ্ছেন।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর টাঙ্গাইল জেলার ভূঞাপুরে জন্মগ্রহণ করেন নিশো। শৈশব কাটলেও পড়াশোনার জন্য চলে আসেন ঢাকায়। পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া ভোলা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষাজীবনও সম্পূর্ণ হয়েছে ঢাকাতেই। আর অভিনয়যাত্রার শুরু ২০০৩ সালে মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে।

তবে শুধু কাজ নয়, সাধারণ জীবনযাপনেও ভক্তদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন নিশো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে জানিয়েছেন নিজের সরল জীবনযাপনের কথা।

নিশো বলেন, “এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে চাইলে খাল-বিলে নেমে যাই।”

বড় তারকা মানেই ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে—এই ধারণার সঙ্গে একমত নন তিনি। নিশোর ভাষায়, “আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি, এটা আমার স্টাইল। দিনশেষে তো সবাইকেই মাটির নিচে শুতে হবে। তাই চাইবো যোগ্যতা বাড়লেও যেন আমি মাটির কাছাকাছি থাকি, ভক্তদের কাছে পৌঁছাতে পারি।”

তিনি আরও যোগ করেন, “হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে—এটা আমার কাছে অপচয় মনে হয়। ছবি তুলতে চাইলে না পারলে সুন্দরভাবে জানিয়ে দিই। তবে সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি, কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক।”

এদিকে ভক্তদের জন্য সুখবর, আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’ আগামী ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাচ্ছে। নাবিলার সঙ্গে জুটি বেঁধে নির্মিত এ সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ইতোমধ্যেই প্রকাশিত ট্রেলার দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।