যশ-নুসরাতের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান

0
1464

আনন্দ বিনোদন ডেস্ক:

প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরাত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- ওয়াইডি ফিল্মস সোশ্যাল। আর নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরাত। যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে।

অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কী রকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরাত জাহান।

‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বাইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরাতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।