সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

0
1669

মীর মোশারেফ অমি:

জামালপুর বকশিগঞ্জ বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,’একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম রিপন ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি জনাব এস.এ.এম সুমন ,যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত পারভেজ ,সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি ,সাংগঠনিক সম্পাদক আবু তাহের মোঃ শামসুজ্জামান ,সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন তার বক্তব্যে পেশাগত দায়িত্ব ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানান।

আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবি সম্মিলিত সকলের বক্তব্যে উঠে আসে।

মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম রিপন এর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক কাকলি আক্তার , মহিলা বিষয়ক সম্পাদিকা রাশিদা হামিদ অনি , নির্বাহী সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য মীর মোশারেফ অমি সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ