এন আই বুলবুল এর লিখা ‘কিছু গল্প’ ও ‘উড়ি চল’ গানেকণ্ঠ দিয়েছেন কর্ণিয়া ও রেহান রাসুল

0
257

আনন্দ বিনোদন ডেস্ক :
আসছে নতুন বছরে দুটি গানে জুটি হয়েছেন কর্ণিয়া-রেহান রাসুল, রোহান রাজের সুর-সঙ্গীতে ‘উড়ি চল’ ও রেজওয়ান শেখের সুর-সঙ্গীতে ‘কিছু গল্প’ গান দুটির গীতিকার এন আই বুলবুল। নতুন বছরে এ গান দুটি শুনতে পাবেন শ্রোতারা।
গান দুটির গীতিকার এন আই বুলবুল বলেন, রোমান্টিক কথামালায় গান দুটি লেখা। তবে দুটি গানের মধ্যে ভিন্নতা রাখার একটা চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই।

কর্ণিয়া বলেন, ‘দুটি গান দুই রকম রোমান্টিক কথায়। রেহান ভাইয়ের সঙ্গে পর দুটি ডুয়েট গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি, দর্শকের মন ছুঁয়ে যাবে।

রেহান রাসুল বলেন, ‘কর্ণিয়ার সঙ্গে আমার দুটি দ্বৈত গান হলো, এটা একটা ভালো লাগার বিষয়। নতুন বছরে শ্রোতারা গান দুটি শুনতে পাবেন। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।