বিনোদন ডেস্ক:
একুশে টিভির ঈদের বিশেষ দুই নাটকে অভিনয় করেছেন উদীয়মান তরুণ অভিনেত্রী নুসরাত জাহান শামীমা। তার অভিনীত নাটক দুটি হলো ‘জামাই বন্ধক’ ও ‘ভাইসাব’।
জামাই বন্ধক নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, নুসরাত জাহান শামীমা, আলিদা নূর, হারুনুর জামান বান্টি, উজ্জ্বল হোসেন, লিজা খানম, আরিয়ান, বৃথী, রাজু, সাফিন, রাকিব, মেহেদি প্রমুখ।
মাহফুজুর রহমানের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেন আবুল কাসেম মন্ডল। এছাড়া চিত্রগ্রহণে ছিলেন এসডি রুবেল এবং সম্পাদনায় এন এইচ বাবু ঢালী। ঈদের ২য় দিন রাত ১০ টায় একুশে টিভির পর্দায় নাটকটি প্রচারিত হবে।
অপরদিকে ‘ভাইসাব’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান শামীমা, সঞ্জয় রাজ, হারুন রশীদ বান্টি, কাজী উজ্জ্বল, কচি খন্দকার, শাহ মীর, অথৈ প্রমুখ।
নাটকটি পরিচালনায় ছিলেন এস এম আইয়ুব আলী খান। প্রধান সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, চিত্রগ্রহণে এস এম রনি, সম্পাদনায় ও রংবিন্যাস এন এইচ ঢালি এবং সংগীত পরিচালনায় শিমুল দ্বীপ বিজন। নাটকটির প্রযোজনায় ছিলেন এস এম জুনায়েদ আলী খান। ‘ভাইসাব’ নাটকটি একুশে টিভির পর্দায় ঈদের তৃতীয় দিন রাত ১০ টায় প্রচারিত হবে।