এইচ এম পিয়াল এর পরিচালনায় বিজ্ঞাপন চিত্রে ববি

0
247

বিনোদন ডেস্ক : এবার অটিপি প্লাটফর্মের জন্য এইচ এম পিয়াল নির্মাণ করছেন এলিট কর্পোরেশন এর একটি অথেনটিক প্রোডাক্ট এর বিজ্ঞাপন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ইয়মিন হক ববি।

বিজ্ঞাপনটিতে ডিওপি হিসেবে কাজ করবেন তারেক আজিজ নিশক, সার্বিক ব্যবস্থাপনায় এস.এ.এম সুমন। রাজধানীর বিভিন্ন লোকেশন শুটিং হওয়ার কথা রয়েছে।

পরিচালক জানান, আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞাপন চিত্রের শুটিং হবে প্রি- প্রডাকশনের কাজ শুরু করেছি, চিত্র নায়িকা ববি আপার সাথে দুই পক্ষের চুক্তি সাক্ষর হয়েছে ওয়েদার ভালো হলেই শুটিং শুরু করবো।

পরিচালক আরো বলেন, এই কোম্পানির বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করবেন তিনি, ইতিপূর্বে আরো কয়েকটি বিজ্ঞাপন বানানো হয়েছে এতে অভিনয় করেছেন চিত্র নায়িকা সৌমিতা মৌ।