উপলব্ধি ফাউন্ডেশনে রান্না মাংস বিতরণকরলো রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট

0
578

চট্টগ্রাম প্রতিনিধি:
রান্না করা মাংস উপলব্ধি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট।

১২ আগস্ট প্রতিবছরের ন্যায় এবারও গরু-ছাগল এবং মুরগির রান্না করা প্রায় ৩০ কেজি মাংসসহ পরোটা, হালুয়া, কোমল পানীয় শিশুদের হাতে তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের অতীত সুপার স্টার প্রেসিডেন্ট ও বর্তমান সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ পিপি হাসিনা আক্তার লিপি ও ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতারের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাশ জয়, পিপি রাকিবুল ইসলাম, ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান জোবায়দুর রহমান সাকিব, ইরিনা জুয়েল রিয়া, কানিজ নুর রিয়া প্রমুখ। অতিথিদের স্বাগত ও কৃতজ্ঞতা জানান উপলব্ধির সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ক্লাবের ২২তম ইনস্টলেশনে উপলব্ধি ফাউন্ডেশনকে ২ জন সুবিধাবঞ্চিত মেয়ের ১ বছরের বৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকার চেক দেয়া হয় এবং গত কয়েকবছর ধরে কোরবানীর রান্না করা মাংস বিতরণের এ প্রজেক্ট চলমান রেখেছে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here