চ্যানেল নাইনের পর্দায় ভ্যালেন্টাইনের বিশেষ নাটক “অসম্পূর্ণ ভালোবাসা”

0
1363

আনন্দ বিনোদন ডেস্ক :
একজন মায়ের অবহেলিত একটা ছেলের গল্প। বড় ছেলে অনেক অবহেলিত, আর ছোট ছেলে বাবার অনেক আদরের সন্তান। কারণটা হল বড় ছেলেটা অন্যের ঘরের সন্তান মা বাচ্চা পেটে নিয়ে বিয়ে করেছিলো। এক প্রকার সৎ ছেলে। বড় ছেলে চাকরি খুঁজে চাকরি পায় না চাকরির জন্য বাবার কাছে টাকা চায় বাবা নানান ধরনের উল্টাপাল্টা কথা বলে টাকা দেই না।খাবার কোটা দেই। এইদিকে তার গার্লফ্রেন্ড তাকে বিয়ে করার জন্য নানান চাপ দিতে থাকে।সে ও পারছে না কারন তার কাছে নেই চাকরি নাই পকেটে টাকা নাই। সে কেমনে বিয়ে করবে এদিকে তার বাপ মার চাপ নিতে পারছে না। লাস্ট পর্যন্ত সে সুসাইট করতে বাধ্য হয়। নাটকটি রচনা করেছেন মুন্না অনিক পরিচালনায় এইচ এম পিয়াল
প্রযোজনায় তৃষার হাবিব সহোযোগিতায় – এস.এ. এম সুমন। নাটকটিতে অভিনয আছেন মুন্না অনিক, নিরঞ্জনা নীলা, তুষার,মন্জু খান,হেপি,জীবন,তানজিন তিথি,পরী প্রমুখ নাটকটি প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭.৩০ মিনিটে