‘Women in Bangladeshi Novel Based Films : A Feminist Approach’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
267

খোন্দকার এরফান আলী বিপ্লব :

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে ১৯ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে “Women in Bangladeshi Novel Based Films : A Feminist Approach”-শীর্ষক সেমিনার। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো:জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষক দীপান্বিতা ইতি। “Women in Bangladeshi Novel Based Films : A Feminist Approach” গবেষণাপত্রের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র ও শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক চিন্ময় মুৎসুদ্দী, নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা এবং গবেষণা তত্ত্বাবধায়ক ঢাকা বিশবিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতা আরা নাসরীন।আরও আলোচনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান।
সেমিনার অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক ও গবেষকগণ। এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here