আবারো যাত্রা শুরু করলো সৌরভ সোহাগের ‘কোরিওগ্রাফি গ্রুমিং স্কুল’

0
1213
মডেল ও কোরিওগ্রাফার সৌরভ সোহাগ। ছবি: সংগৃহীত

আশরাফুল ইসলাম আকাশ: ১৯৯৮ সালে খাইরুল ইসলাম পলাশের হাত ধরে প্রায় দুই যুগ আগে মিডিয়াতে পদার্পণ করেন সৌরভ সোহাগ। তার প্রথম অনুষ্ঠান ছিলো একটি ‘থার্টি ফাস্ট নাইট শো’। সে থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক প্রোগ্রাম করে কুড়িয়েছেন ব্যাপক সম্মান ও প্রশংসা।

বর্তমান সময়ের কোরিওগ্রাফিতে সৌরভ সোহাগ যোগ করেছেন নতুন মাত্রা। টেলিভিশন ও স্টেজে সমানতালে একের পর এক ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলছে ফ্যাশন ডিজাইনের কাজও। সম্প্রতি তিনি ‘কোরিওগ্রাফি গ্রুমিং স্কুল’ প্রতিষ্ঠা করেছেন। আগামী মাসে স্কুলটির যাত্রা শুরু হবে বলে জানান সৌরভ সোহাগ।

আ.ক.ম মোজাম্মেল হকের হাত থেকে সম্মাননা নিছেন সৌরভ সোহাগ। ছবি: সংগৃহীত

সৌরভ সোহাগ দেশ ও দেশের বাহিরে নিয়মিত কাজ করছেন। তার হাত ধরেই মিডিয়া অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য মডেল ও কোরিওগ্রাফার।

তিনি এ যাবৎকালে সম্মাননা হিসেবে পেয়েছেন ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড, বেস্ট ইভেন্ট অর্গানাইজার হিসেবে ‘মিজাফ অ্যাওয়ার্ড’, বিজয় উৎসব ও বিনোদনধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, দীপ্ত নৃত্যকলা অ্যাওয়ার্ড এবং ট্র্যাপ অ্যাওয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here