বলিউডের অন্তরালে চলে গেছে যারা

0
1157

সৈয়দ রমজান আলী:- ভারতের মুম্বাইয়ে অবস্থিত বলিউড হিন্দি ভাষার চলচ্চিত্রের পীঠস্থান। বলিউড নামটি হিন্দি যা হলিউডের সাথে নামের মিল রেখে পুর্বতন বোম্বে শহরের নামে বলিউড হয়। বলিউড এমন একটা জায়গা, কেরিয়ারে আচমকাই কেউ দু’ পা এগিয়ে যান, পর মুহূর্তেই পিছলে যান চার পা। সফল হয়েও থেমে যায় পেশা।

বলিউডের বেশ কয়েক জন হট নায়িকা অল্প বয়সেই ইতি টেনেছেন ক্যারিয়ারে। বলিউড ছবিতে বহু বছর তাঁদের দেখা যায় না খুব একটা। তাদের অভিনীত সিনেমাগুলো বেশ জনপ্রিয়তা পায়। তবুও তারা বলিউডের অন্তরালে চলে গেছে।

শমিতা শেট্টি
২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। পেয়েছেন পুরস্কারও। ২০০৭ সালে ‘ক্যাশ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।

অমৃতা রাও
২০০২ সালে কেরিয়ার শুরু করেন ‘অবকে বরস’ ছবি দিয়ে। তবে ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি।

আয়েষা টাকিয়া
২০০৪ সালে বলিউডে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ দিয়ে ডেবিউ আয়েষার। তবে ২০১১ সালে ‘মড’ ছবির পর আর দেখা যায়নি তাঁকে।

সুস্মিতা সেন
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবি দিয়ে ডেবিউ। কিন্তু ২০১০ সালে ‘নো প্রোবলেম’ ছবির পর মিস ইউনিভার্সকে আর দেখাই যায়নি সে রকম বলিউড ছবিতে।

নম্রতা শিরোদকর
১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে ডেবিউ। ২০০৪ সালে ‘রোক সাকো তো রোক লো’ ছবির পর নম্রতা একেবারে ব্যাকফুটে। দুই সন্তান আর স্বামী মহেশ বাবুকে নিয়ে দিব্যি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here