বিয়ে করছেন রনবীর-দীপিকা

0
1051

 দীর্ঘদিনের সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোন।

রবিার ইনস্টাগ্রামে পোস্ট করে এক যৌথ বিবৃতিতে জানান আগামী ১৪ এবং ১৫ নভেম্বর এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।পোস্টটিতে বিয়ের কার্ডের একটি ছবি পোস্ট করে দীপিকা পাডুকোন ও রণবীর সিং লিখেছেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি ১৪ ও ১৫ নভেম্বর।’

টুইটে তারা লেখেন, এত বছর ধরে আপনাদের ভালবাসা ও স্নেহ পেয়েছি, এজন্য সকলকে ধন্যবাদ। এবার আমাদের বন্ধুত্ব, প্রেম ও বিশ্বাসের সুন্দর সফর শুরু হওয়ার আগে আপনাদের আশীর্বাদ কামনা করছি। টুইটের শেষাংশে, ‘অনেক ভালবাসা’- দীপিকা ও রণবীর’ লেখা রয়েছে। তবে তাদের বিয়ে ইতালি নাকি সুইজারল্যান্ডে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।