সৈয়দপুরে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে রোবটিক্স’ শীর্ষক কর্মশালা

0
279

মমিন আজাদ:

রংপুর বিভাগে সর্ব প্রথম সৈয়দপুরের ৮০০শত শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী রোবটিক্স’ শীর্ষক এক কর্মশালা আয়োজন করা হচ্ছে। আগামী শুক্রবার (১১ আগস্ট) বেলা আড়াইটায় শহরের সুলতান নগরস্থ ড্রীম প্লাস হোটেলের হলরুমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক ও স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স বিষয়ে ধারণা দেওয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ -এর রোবটিক্স অ্যান্ড ইনটেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ – সাংবাদিকবৃন্দদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিন দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক কর্মশালার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ -এর আহবায়ক ম. ম রেজাউল হক বিদ্যুৎ, যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও টেকনিক্যাল টীমের প্রধান সাংবাদিক জসিম উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম -আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, আরিফুর আনোয়ার সুমন, টেকনিক্যাল টিমের অন্যতম সদস্য সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জানান, “আগামী ১১, ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ও রোবটিক্স শীর্ষক কর্মশালা। এতে সৈয়দপুর উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার শিক্ষার্থী অংশ নেবে”। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী ওই কর্মশালায় শুভ উদ্বোধন করবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী আব্দুল্লাহ আল কাফী ও রায়হানা সামস ইসলাম অন্তরা। এছাড়াও সৈয়দপুরের কৃতী সন্তান আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক ড. মোক্তাদির আলম আরাফাত ভার্চুয়ালি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনতাসীর আহাদ ওই কর্মশালায় অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here