• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ ,নির্বাচন ২০২৫ - ২০২৮ ফলাফল প্রকাশ।


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



মোহাম্মদ মাহবুব উদ্দিন :

আজ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ নির্বাচন ২০২৫ - ২০২৮ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন অভিনেতা নরেশ ভূঁইয়া ও অভিনেতা ফারুক আহমেদ।
 
আপিল বোর্ডে রয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী মামুনুর রশীদ , আবুল হায়াত এবং দিলারা জামান। আজকে ভোটের ফলাফল নিম্নরূপ সভাপতি : আজাদ আবুল কালাম 
সহ-সভাপতি : ১,আজিজুল হাকিম ২,ইকবাল বাবু , ৩,শামস্ সুমন।  সাধারণ সম্পাদক : রাশেদ মামুন অপু ,যুগ্ম সাধারণ সম্পাদক : ১,রাজিব সালেহীন, 
২,সুজাত শিমুল। সাংগঠনিক সম্পাদক :
মাসুদ রানা মিঠু অর্থ সম্পাদক : মুহাম্মদ নূর-এ-আলম ( নয়ন )
দপ্তর সম্পাদক :মাসুদ আলম তানভীর ( তানভীর মাসুদ )
অনুষ্ঠান সম্পাদক : এম এ সালাম সুমন আইন ও কল্যাণ সম্পাদক : সূচনা সিকদার 
প্রচার ও প্রকাশনা সম্পাদক : মুকুল সিরাজ 
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : আর এ রাহুল কার্যনির্বাহী সদস্য ১,আবুরাফা মোঃ নাঈম ( রাফা নাঈম ) ,২,এনায়েত উল্লাহ সৈয়দ ( শিপুল ) 
৩,এমরান হোসেন ( ইমরান হাসো ) ৪,জুলফিকার চঞ্চল, ৫,তুহিন চৌধুরী, 
৬,রেজাউল রাজু, ৭,শিউলি আক্তার ( শিউলি শিলা