মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ভুল সবই ভুল
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2025 ইং
২২ এপ্রিল, মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে
নাটক ‘ভুল সবই ভুল’। মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এতে অভিনয়
করেছেন অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। গল্পে দেখা যাবে, নিতুর সাথে আমার
বিয়ের বয়স নয় মাস। বাসর রাতেই নাকি সে বুঝে গেছে আমার মধ্যে ভালো
কোন গুণ নাই। যা আছে সবই বদ গুণ। এরমধ্যে সবচেয়ে খারাপটি হচ্ছে আমি
নাকি বেশি কথা বলি। তার মতে আমি শুধু বাচালই না আমার মাথায়ও গন্ডগোল
আছে। বিয়ের আগে জানলে আমাকে বিয়ে করতো না। তবে আমি মনে করি
আমি একজন সহজ সরল মানুষ। সেদিন ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠিয়ে
বললো আমার সঙ্গে জুরুরি একটা কথা শেয়ার করতে চায়। ওর বান্ধবী কলির আজ
জন্মদিন; কিন্তু তার স্বামীর মনে নেই। এখন কি করা উচিত? আমি বললাম
নিশ্চিত তার পরকীয়া আছে। তা না হলে বউয়ের জন্মদিন কিভাবে ভুলে যায়। তাকে
খাট থেকে ফেলে দেয়া উচিত। দেখা গেল আমার বউ-ই আমাকে খাট থেকে ফেলে
দিলো। আসলে জন্মদিন আমার বউয়েরই ছিলো। আমি ভুলে গিয়েছি। ইদানিং
আমি সবকিছু ভুলে যাই। নিতু বলে, আমি তার ব্যাপারে সিরিয়াস না।
ইদানিং নাকি আমি তার দিকে ঠিকমতো তাকাইও না। আগে সারাক্ষণ
তাকিয়ে থাকতাম। এসব বলতে বলতে নিতু রাগ করে বাপের বাড়ি চলে যায়।
কয়েকদিন পর আমিও গিয়ে হাজির হলাম সেখানে। নিতুর বাবা আমাকে
অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চাইলে নিতু সামনে এসে দাঁড়ায়
এবং আমার পক্ষ হয়ে বাবার সাথে রাগারাগি করে। কারণ সে নাকি সত্যিকার
অর্থে আমাকে ভালোবাসে।
আপনার মতামত লিখুন :