
নিজস্ব প্রতিবেদক:
ছবিটির পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, প্রথম সপ্তাহে ‘বরবাদ’ যে রাজ্যগুলিতে মুক্তি পেয়েছিল সেখান থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া এসেছে। এরপর দ্বিতীয় সপ্তাহে ছবিটি ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা এবং মায়ামির মতো নতুন রাজ্যেও মুক্তি পেয়েছে এবং প্রতিটি স্থানেই সিনেমাটি দাপটের সঙ্গেই চলছে।
তিনি আরও বলেন, "আমরা যেসব থিয়েটারে ছবিটি চালাচ্ছি, প্রতিটি জায়গা থেকেই ভালো ব্যবসা পাচ্ছি। এটা বাংলা সিনেমার জন্য একটি বড় শুভসংবাদ। কারণ এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় মুক্তি পেলেও সাফল্য পায়নি। বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা হয়ে গিয়েছিল বাংলা সিনেমা মানেই ফ্লপ! কিন্তু ‘বরবাদ’ সেই ধারণা ভেঙে দিয়েছে।"
শাকিব খানের পাশাপাশি ছবিতে আরও রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল ও যীশু সেনগুপ্ত। বাংলাদেশের বক্স অফিসে সফল হওয়ার পর এবার ছবিটি যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও ইতালিতে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। বাংলা সিনেমার এই আন্তর্জাতিক সাফল্য নতুন করে আশার আলো দেখাচ্ছে সিনেমা সংশ্লিষ্টদের কাছে।
আপনার মতামত লিখুন :