পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী

0
1164

পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী ভেনেসা মার্কেজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পাসাদেনায় গত বৃহস্পতিবার অভিনেত্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার উত্তর পাসাদেনার পুলিশ জানায়, মার্কেজের বাড়ির মালিকের কাছ থেকে খবর পান এক মহিলা উন্মাদের মতো আচরণ করছেন। তখন তারা দ্রুত একটি মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ মার্কেজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তা জো মেন্ডেজার বলেন, মার্কেজকে যখন শান্ত করার চেষ্টা করা হচ্ছিল, তখন তিনি হঠাৎ করে একটা বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন। এসময় পুলিশ তাকে আত্মসর্মপন করতে বলে। কিন্তু অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে মার্কেজ নিহত হন।

পুলিশের দাবি, মার্কেজের হাতে সেমি-অটোমেটিক হ্যান্ড গান ছিল। খবর: সিএনবিসি