• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

স্কুলে পড়া অবস্থায় বিজ্ঞাপনের মডেল হয়ে কোটি টাকা আয়!


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2025 ইং
ছবির ক্যাপশন: স্কুলে পড়া অবস্থায় বিজ্ঞাপনের মডেল হয়ে কোটি টাকা আয়! ad728

বিনোদন ডেস্ক:

মডেলিং করে বিপুল অর্থ উপার্জন করা যায়। তবে এত অল্প বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটি বোধহয় আর কখনই শোনা যায়নি।

স্কুলে পড়ার বয়সেই কাঁড়ি কাঁড়ি অর্থ কামাই করছে খুদে মডেল সিতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নিয়ে নতুন রেকর্ডও গড়েছে সে। তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন।

জি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জুয়েলারি হাউসের গহনার নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই গহনার কালেকশনের বিজ্ঞাপনের মডেলও শুট করেছে সিতারা। 

জানা যায়, সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।

স্কুলে পড়া অবস্থায় বিজ্ঞাপনের মডেল হয়ে কোটি টাকা আয়!