• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ভার্জিন স্ত্রী নয়, বরং একজন সভ্য ও মানবিক জীবনসঙ্গী খোঁজার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা


FavIcon
Md Rafiqul Islam
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবি  সংগৃহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:

ভার্জিন স্ত্রী নয়, বরং একজন সভ্য ও মানবিক জীবনসঙ্গী খোঁজার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে। কিন্তু আচারব্যবহার, মূল্যবোধ ও সম্মানবোধই মানুষকে সত্যিকারের পরিচয় দেয়।

সাক্ষাৎকারটি বছর খানেক আগের হলেও সম্প্রতি এটি নতুন করে আলোচনায় এসেছে। এ মন্তব্যের পর প্রিয়াঙ্কাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেন অনেকে। তবে অভিনেত্রী বারবার বলেছেন, তিনি নারী-পুরুষ সমতা এবং পারস্পরিক সম্মানের পক্ষে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। জোধপুরের একটি রাজপ্রাসাদে রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হয় সেই বিয়ে, যেখানে কোটি কোটি টাকা খরচ হয় বলে গণমাধ্যমে প্রকাশ পায়।

বিয়ের পর বিভিন্ন সময়ে নিকের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা বলেছেন প্রিয়াঙ্কা। জানিয়েছেন, একজন জীবনসঙ্গী হিসেবে নিক সবসময় তাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন।


নারী অধিকার নিয়ে সরব থাকা প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা বলেন, আমি নারীবাদী, তবে কখনোই পুরুষদের খাটো করি না। বরং আমি চাই নারী-পুরুষ একসঙ্গে সমান মর্যাদায় এগিয়ে যাক।