সুন্দরী হলেই মডেল হওয়া যায় না
Md Rafiqul Islam
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
সালেহ আহমেদ মনা:
নতুন মডেল বা অভিনেত্রী হতে হলে কিছু মৌলিক যোগ্যতা ও প্রস্তুতির প্রয়োজন। এর মধ্যে অন্যতম হল আকর্ষণীয় শারীরিক গঠন, আত্মবিশ্বাস, এবং অভিনয়ের দক্ষতা। এছাড়াও, নিজেকে প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ, পোর্টফোলিও তৈরি, এবং বিভিন্ন অডিশনে অংশ নেয়া প্রয়োজন।
মডেল বলতে আমরা সুন্দরী নর-নারী বুজি কিন্তু আমি মরে করি সুন্দরী হলেই মডেল হওয়া যায় না। চড়াই উতরাই পার করে, অনেক ধাপ পেরিয়ে মডেল হতে হয় , আজ কাল মেয়েরা মনে করে ছোট কাপর বা দেহ দেখাতে পারলে বুজি সেলিব্রেটি হওয়া যায়।
সেলিব্রেটি হওয়াটা অনেক কঠিন আজকে যারা সেলিব্রেটি হয়েছে রাতের পেছনের গল্পটা অনেক করুন অনেক কষ্টের অনেক পরিশ্রম এবং মেধা খাটিয়ে এ পর্যন্ত এসেছে। কিছু দিন আগে আমি দিয়াবাড়ীতে একটি শুটিং দেখে অবাক হলাম মেকাপ আটির্স ছাড়া, কোন কস্টিউম ছাড়া, একটা শুটিং হচ্ছে। ছোট একটা ক্যামেরা হতে নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলাম এটা কিসের শুটিং তারা উত্তর দিল এটা একটা ইউটিউব চ্যানেলের মিউজিক ভিডিও বানাচ্ছি। মিডিয়াতে প্রায় তিন যুগ পার করেছি আমাকে কেও চিনতে পারলো না, আমি বেশ কিছু সময় তাদের সাথে সময় পার করলাম তাদের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করলাম ওখানে অভিনেত্রী কে জিজ্ঞেস করলাম কতদিন যাবৎ কাজ করো তুমি...? আমাকে উত্তর দিল অনেকদিন যাব। তাকে আমি প্রশ্ন করলাম তুমি কি আমজাদ হোসেন, খাঁন আতা কে চেনো? মেয়েটি এক কথায় উত্তর দিলো উনারা কারা! অবাক লাগলো এরা মডেল অভিনেত্রী, খাঁন আতা কে চিনেনা না, আমজাদ হোসেন কে চেনে না। গোলাপী এখন ট্রেনে পরিচালকের নাম নাম কি সে যানেনা, কিছু দিন আগে একটা টিভি চ্যানেলের সাংবাদিক এক মডেল অভিনেত্রীর কাছে যানতে চেয়েছিলো কেমন ছেলে পেলে বিয়ে করবেন? মডেল অভিনেত্রী উত্তরে বলেছিলে যার মাসিক ইনকাম ৫ লক্ষ টাকা,সাংবাদিক প্রশ্ন করলো, এমন ছেলে কই পাবেন..? মেয়েটা বললো কতো ছেলে বিয়ে করতে চায় কিন্তু আমার পছন্দ হয় না।
বর্তমান সময়ের মিডিয়া,ওটিটি প্লাটফর্মে চলছে মিডিয়ার নামে অপসংস্কৃতি। মডেল অভিনেত্রী হলে পরা শোনা দরকার। বাংলাদেশ সহ বহির্বিশ্বে মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। এবং সবাই শিক্ষিত। তাই আমি বলব মিডিয়া ধ্বংসের পিছনে অল্প শিক্ষিত এবং অশিক্ষিত লোকেদের কারণে মিডিয়া আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
আপনার মতামত লিখুন :