• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বিপিইসি-এর সঙ্গে মিডিয়া পার্টনার আনন্দ বিনোদন


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2025 ইং
ছবির ক্যাপশন: বিপিইসি-আনন্দ বিনোদন ad728

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোশন কমিউনিটি ‘ব্র্যান্ড প্রমোটার্স ও এন্টারপ্রেনার্স কমিউনিটি (BPEC)’-এর সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের জনপ্রিয় বিনোদন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘আনন্দ বিনোদন’।

প্রায় ২ লাখ সদস্যবিশিষ্ট এই কমিউনিটি তরুণ উদ্যোক্তা, কনটেন্ট নির্মাতা, মডেল ও ডিজিটাল প্রমোটরদের জন্য একটি উদ্যমী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। ২০২২ সালের ২২ মে যাত্রা শুরু করা এই ফেসবুক গ্রুপটি অল্প সময়েই অসংখ্য সৃজনশীল তরুণের স্বপ্নপূরণের মাধ্যম হয়ে উঠেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের উদীয়মান উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোটরদের গল্প, সাফল্য, পণ্য ও উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে জাতীয় গণমাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

এছাড়া, বিপিইসি-এর সদস্যদের নিয়ে লাইফস্টাইল, ফ্যাশন, জীবনযাপন ও বিনোদন বিষয়ক নানামুখী ফিচার, সাক্ষাৎকার ও প্রতিবেদন ‘আনন্দ বিনোদন’-এ নিয়মিত প্রকাশিত হবে। এর মাধ্যমে উদ্ভাবনী ও সৃজনশীল প্রমোটররা গণমাধ্যমে মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করবেন এবং বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে সক্ষম হবেন।

বিপিইসি-এর নির্ভরযোগ্য নিয়মনীতি, অনুমোদিত লাইভ প্রমোশন, হায়ারিং ফর্ম পদ্ধতি এবং সদস্যদের স্বীকৃতি প্রদানের কাঠামো একে একটি পেশাদার ও পরিচ্ছন্ন অনলাইন কমিউনিটিতে পরিণত করেছে। আনন্দ বিনোদনের সঙ্গে যুক্ত হওয়ায় এই কার্যক্রম আরও গতিশীল ও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিইসি এবং ইডিএফ এর কর্নধার রুখসানা বৃষ্টি বলেন, “শুরু থেকেই আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চেয়েছি, যেখানে উদ্যমী ও সৃজনশীল মানুষ নিরাপদ ও পেশাদার পরিবেশে নিজেদের তুলে ধরতে পারেন।” আনন্দ বিনোদনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নতুন প্রতিভা ও উদ্যোগকে সামনে নিয়ে আসতে তারা সবসময় আগ্রহী।

এই অংশীদারিত্বকে কেন্দ্র করে ভবিষ্যতে প্রশিক্ষণ, উদ্যোক্তা মেলা, ফ্যাশন শো, ওয়ার্কশপ সহ বিভিন্ন অনলাইন ও অফলাইন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ডিজিটাল ব্র্যান্ড প্রমোশন অঙ্গন আরও মূলধারায় প্রবেশ করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতার প্রসার ঘটবে।