
আনন্দ
বিনোদন ডেস্ক:
ঢালিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। দেড় দশকের বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন তিনি, দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। সম্প্রতি একজন ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই নায়িকা। তবে অভিনয় সত্তাকে সাথে নিয়েই এগিয়ে যেতে চান ববি। তাইতো নতুন রূপে নিজেকে মেলে ধরতে ক্যারিয়ার নিয়ে আরও বেশি মনোযোগী তিনি।
জানা গেছে, নিজের ফিটনেস নিয়ে এখন আরও বেশি সচেতন ববি। এখন ব্যবসা দেখাশোনাসহ শোবিজের অন্যান্য কাজের ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নতুন রূপে প্রস্তুত করছেন। একটি জাতীয় সঙ্গে আলাপকালে এমনটিই জানালেন ববি। তিনি বলেন, ‘আসছে মে মাসের প্রথম সপ্তাহেই ‘শিরোনাম’ নামে একটি নতুন সিনেমার শুটিং শুরু করবো। এতে আমার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। তার আগেও ব্যস্ততার শেষ নেই। গতকালই কক্সবাজারে একটি স্টেজশোতে অংশ নিয়েছি।’
ববি আরও বলেন, ‘নিজের অভিনয় সত্তাকে আমৃত্যু ধরে রাখতে চাই। আমার কাছে সব সময়ই সিনেমা ফার্স্ট প্রায়োরিটি। বিগস্ক্রিন ও বড় ক্যানভাসই আমাকে বেশি টানে। তবে আজকাল সিনেমার বাইরে বড় অ্যারেজমেন্টে ওটিটিতেও কাজ হচ্ছে দেখছি। তাই ব্যাটে বলে মিললে ওয়েব ফিল্মেও কাজ করার ইচ্ছা আছে।’
আপনার মতামত লিখুন :