• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘জিন্দা মারিলা’: খুশবুন বিন্দুর কণ্ঠে ভালোবাসা ও বেদনার এক নিঃশব্দ আর্তনাদ


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি প্রকাশিত ‘জিন্দা মারিলা’ গানে নিজের কণ্ঠে এক আবেগঘন অভিব্যক্তি উপহার দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী খুশবুন বিন্দু। প্রেম ও বিচ্ছেদের না বলা কথাগুলোকে সুর ও গানে বুনে তিনি তুলে ধরেছেন এক নিঃশব্দ আর্তনাদ, যা শ্রোতাদের হৃদয়ে অনুরণন তুলেছে। মুক্তিপ্রাপ্ত এই গানটি এরইমধ্যে শ্রোতামহলে সাড়া ফেলেছে।

গানটির কথা লিখেছেন সালমান আহমেদ, সুর করেছেন যাযাবর পলাশ। আধুনিক ফোক ধারার এই গানটি হৃদয়স্পর্শী কথার সঙ্গে আবেগঘন সুরে পরিণত হয়েছে এক নিঃশব্দ আর্তনাদে—যা প্রেম ও বিচ্ছেদের না বলা কথাগুলোকে স্পষ্ট করে তুলে ধরে।

এই গানে কণ্ঠ দিয়েছেন খুশবুন বিন্দু নিজে, তার সঙ্গে ছিলেন হাবিব সিরাজী বাব্বু ও তাজুল ইসলাম শিমুল। সংগীতায়োজনে ছিলেন সাকিবুল হাসান সুজন, গিটার ও ম্যান্ডোলিন বাজিয়েছেন পাভেল ওয়াহিদ, সাউন্ড ডিজাইন ও মিক্স-মাস্টার করেছেন তাহান খান তামিম।

ভিডিও পরিচালনা করেছেন শিমুল চৌধুরী, ক্যামেরায় ছিলেন আহমেদ আরিয়ান এবং সম্পাদনা ও রঙে ছিলেন জাহিদ রফিক। গানের ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন শিল্পী খুশবুন নিজেই—যা গানটির আবেগের প্রকাশকে আরও বাস্তব করে তুলেছে।

প্রকাশের পর থেকে গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন, এটি যেন প্রেমের অতীত স্মৃতিগুলোর প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শিল্পীর ভাষ্যে, "ভালোবাসার যে গল্প মুখে বলা যায় না, সে গল্পই এই গানে বলার চেষ্টা করেছি।"

‘জিন্দা মারিলা’ এখন শুধুই একটি গান নয়, বরং প্রেম ও বিচ্ছেদের ভাষাহীন অনুভবের এক সংগীতপ্রকাশ—যা দীর্ঘদিন শ্রোতাদের মনে অনুরণন তুলবে।