• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ব্রাইডাল সাজ: স্বপ্নের দিনের রূপকথা


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ব্রাইডাল সাজ: স্বপ্নের দিনের রূপকথা ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বিয়ে, একজন নারীর জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত, আবেগঘন এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই বিশেষ দিনটির প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য যেন তার সারাজীবনের স্মৃতির অ্যালবামে জ্বলজ্বল করে। আর সেই দিনের সবচেয়ে আলোচিত বিষয়—তার সাজ। কনের সাজ শুধু সাজ নয়, এটা এক ধরনের পরিচয়, আত্মপ্রকাশ এবং নিজেকে নিজের চোখে নতুন করে দেখার উপলক্ষ।

এক সময় কনের সাজ মানেই ছিল গাঢ় মেকআপ, চকচকে বেনারসি, ভারী গহনায় আবৃত শরীর। সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন কনের সাজে এসেছে ব্যালেন্স, পরিমিতি, রুচির প্রকাশ। সাজ এখন শুধু বাহ্যিক নয়, সেটি হতে হবে মানানসই, আত্মবিশ্বাসে ভরপুর, এবং সবচেয়ে বড় কথা—স্বস্তিদায়ক।

অনেক কনে এখন আর ভারী পাথরের কাজের মেকআপে স্বচ্ছন্দ বোধ করেন না। বরং তাঁরা চান হালকা টাচ-আপ, যাতে ত্বকের স্বাভাবিক জৌলুস হারিয়ে না যায়। ‘নো-মেকআপ লুক’ নামের যে ট্রেন্ড এখন ছড়িয়ে পড়েছে, তা আসলে এই চাহিদারই প্রতিফলন। চোখে হালকা স্মোকি টোন, ঠোঁটে ন্যুড লিপস্টিক, মুখে হাইলাইটার আর ন্যাচারাল ব্লাশ—এই সাজে কনে যেমন আধুনিক, তেমনি রুচিশীল।

পোশাকেও এসেছে বৈচিত্র্য। লাল বেনারসি বা লেহেঙ্গা এখনও জনপ্রিয়, কিন্তু তা এখন নানা ছাঁট, নানা রঙে হাজির। কেউ বেছে নিচ্ছেন প্যাস্টেল বা মেটালিক টোন, কেউ আবার গোলাপি, অফ-হোয়াইট কিংবা হালকা সোনালি রঙে সেজে উঠছেন। কিছু কনে নিজের বিয়ের দিনের পোশাক ডিজাইন করছেন নিজেই—তাতে যেমন ব্যক্তিত্বের প্রতিফলন, তেমনি আত্মবিশ্বাসেরও ছাপ।

গহনাতেও দেখা যাচ্ছে পরিবর্তন। কুন্দন, পোলকি, হালকা হীরে বসানো সেট কিংবা অ্যান্টিক জুয়েলারি—সবই এখন কনের পছন্দের তালিকায়। কেউ কেউ পরছেন মায়ের বিয়ের গহনা, কেউ দাদির নাকফুল। পুরনো জিনিসের সঙ্গে নতুন ঢঙে সাজিয়ে তোলা হচ্ছে নিজস্ব ঐতিহ্য।

ব্রাইডাল সাজ এখন কেবল ফটোগ্রাফির জন্য নয়। এটি হচ্ছে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুটিকে সম্মান জানানো, নিজের অস্তিত্বকে তুলে ধরা। কেউ হয়তো দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করছেন, কেউ পরিবার বেছে দিয়েছে সঙ্গী—কিন্তু যে-ই হোক না কেন, সেই বিশেষ দিনে নিজেকে রাজকন্যা হিসেবে দেখার অধিকার সব কনেরই আছে।

এই দিনে কেউ কারও মতো নয়। প্রতিটি কনে নিজস্ব। সে কারণেই প্রতিটি কনের সাজ হওয়া উচিত একান্তই তার নিজের পছন্দমাফিক। ট্রেন্ড ফলো করা ভালো, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো—নিজের ভেতর থেকে ভেসে আসা স্বতঃস্ফূর্ত হাসি, চোখের আত্মবিশ্বাস, আর হৃদয়ের স্বস্তি।

বিয়ে একটি আনুষ্ঠানিকতা, কিন্তু ব্রাইডাল সাজ—এটি একান্তই ব্যক্তিগত এক অভিব্যক্তি। এই সাজে থাকে স্বপ্ন, প্রস্তুতি, ভালোবাসা আর অজস্র না বলা অনুভূতি। একজন কনের সেই বিশেষ দিনের সাজে যেন ধরা পড়ে তার ছোটবেলার রূপকথার রাজকন্যা হয়ে ওঠার স্বপ্ন। এই স্বপ্নকে পূর্ণতা দেয় তার নিজের মতো করে সাজা, নিজের মতো করে জ্বলে ওঠা।