রজনীকান্তের ‘কুলি’ নিয়ে তুমুল উত্তেজনা, বাজেটে রেকর্ড গড়ার পথে
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার বর্ষীয়ান সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির আগেই ভক্ত-দর্শকের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি প্রকাশিত তামিল গান ‘মনিকা’ ছবিটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
বহুল প্রতীক্ষিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা লোকেশ কনাগারাজ। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কুলি’, যা মুক্তির আগেই বাজেট ও পারিশ্রমিকের দিক থেকে নতুন ইতিহাস গড়ার পথে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণ ব্যয় ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য বরাদ্দ আরও ২৫ কোটি রুপি, ফলে মোট বাজেট দাঁড়িয়েছে ৩৭৫ কোটি। কেবল রজনীকান্তের পারিশ্রমিকই ১৫০ কোটি রুপি, যদিও টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, এই অঙ্ক ২৮০ কোটি। পরিচালক লোকেশ কনাগারাজ পেয়েছেন ৫০ কোটি, নাগার্জুন আক্কিনেনি ২৪ কোটি, আর ১৫ মিনিটের ক্যামিওর জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নিয়েছেন ২৫–৩০ কোটি রুপি। গানে বিশেষ উপস্থিতির জন্য পূজা হেগড়ে পেয়েছেন ২ কোটি রুপি।
যদিও ছবির গল্প এখনো গোপন রাখা হয়েছে, সম্প্রতি মুক্তি পাওয়া টিজার দর্শকের কৌতূহল আরও উসকে দিয়েছে। বিশেষ করে এই ছবিতে রজনীকান্ত প্রথমবারের মতো লোকেশ কনাগারাজের সঙ্গে কাজ করছেন, যা ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
এক সাক্ষাৎকারে পরিচালক লোকেশ কনাগারাজ বলেন, “আমি সিনেমা বানাই দর্শকের টিকিটের মূল্যকে মাথায় রেখে। এক হাজার কোটি রুপি আয় আমার লক্ষ্য নয়, বরং নিশ্চিত করা যে ১৫০ রুপি খরচ করে যে দর্শক আসবেন, তার টাকা যেন বৃথা না যায়।”
সব মিলিয়ে, ‘কুলি’ কেবল রজনীকান্তের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক নয়, বরং দক্ষিণী সিনেমার বাণিজ্যিক সম্ভাবনাকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
আপনার মতামত লিখুন :