
আনন্দ
বিনোদন ডেস্ক:
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যমের লড়াইটা নতুন কিছু নয়। দুজনই মাঝেমধ্যেই চিত্রনায়ক শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের বাকযুদ্ধ। কিছুদিন বন্ধ থাকার পর বাবা দিবস উপলক্ষে আজ আবারও শাকিব ও সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে জড়ালেন অপু-বুবলী। বাবা হিসেবে শাকিব খান বরাবরই দায়িত্বশীল ও স্নেহশীল-এই চিত্র আরও একবার সামনে এলো অপু বিশ্বাসের পোস্টে। রোববার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলের গান শুনছেন শাকিব খান। ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, ‘ভেরি গুড।’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’ এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই মন্তব্য করেন, ‘এখন দেখার পালা বুবলী কী করেন।’ কারণ, বেশির ভাগ সময়ই বুবলী বা অপু শাকিবকে নিয়ে কোনো পোস্ট করার পরপরই আরেকজন পোস্ট করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিট পরেই সন্তান ও শাকিব খানসহ ছবি পোস্ট দিলেন বুবলী।
আপনার মতামত লিখুন :