• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নাদিয়া এবার বয়োনিকা শাড়ির বিজ্ঞাপনে


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : May 11, 2025 ইং
ছবির ক্যাপশন: নাদিয়া এবার বয়োনিকা শাড়ির বিজ্ঞাপনে ad728

বিনোদন ডেস্ক: টিভি নাটকের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবার হাজির হয়েছেন নতুন এক রূপে। জনপ্রিয় শাড়ি ব্র্যান্ড বয়োনিকা-র বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এইচ এম পিয়াল।

রাজধানীর বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে সম্প্রতি শেষ হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। পুরো প্রজেক্টটি তত্ত্বাবধান করেছেন স্টেপআপ টেকনোলজি লিমিটেড-এর প্রোজেক্ট অফিসার চৈতি। ডিওপি হিসেবে ছিলেন ইরকে মানিক, রূপসজ্জায় ছিলেন নাহিদ এবং স্থিরচিত্র তুলেছেন জন। বিজ্ঞাপনের ব্যবস্থাপনায় ছিলেন এস এ এম সুমন সরকার, সেট ডিজাইনে ছিলেন রিমন সোহেল, মুন্না এবং আরও অনেকে।

পরিচালক এইচ এম পিয়াল বলেন, “নাদিয়া আপু আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী। আগে ইনডোর কাজ করলেও এবারই প্রথম আউটডোরে শুট করলাম তাঁর সঙ্গে। প্রচণ্ড গরমের মধ্যেও তিনি যেভাবে কাজ করেছেন, তা অনন্য উদাহরণ। তাঁর দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।”

নাদিয়া বলেন, “বয়োনিকার বিজ্ঞাপনে কাজ করতে পেরে ভালো লাগছে। খুব সুন্দর একটি কাজ হয়েছে। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”

২০০৮ সালে মডেলিং দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন সালহা খানম নাদিয়া। প্রথমদিকে টিভিসির মাধ্যমে পরিচিতি পেলেও পরে নাটক ও চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন।

শুটিংয়ের ফাঁকে নাদিয়া বলেন, “১৪ বছর ধরে ধারাবাহিকভাবে প্রধান চরিত্রে কাজ করছি—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কে আসছে, কে যাচ্ছে—এসব নিয়ে ভাবি না। আমি চেষ্টা করি প্রতিটি চরিত্রে নিজের ছাপ রাখার।”

নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’, ‘রেডরাম’ ও কলকাতার ছবি ‘সুনেত্রা সুন্দরম’-এ। অভিনয়ের বাইরেও তিনি সময় দেন পারিবারিক ব্যবসায়।