• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

স্কেচ থেকে সোশ্যাল মিডিয়া: ফ্যাশন ডিজাইনের নতুন দুনিয়া


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
ছবির ক্যাপশন: স্কেচ থেকে সোশ্যাল মিডিয়া: ফ্যাশন ডিজাইনের নতুন দুনিয়া ad728

বিনোদন ডেস্ক: ফ্যাশন ডিজাইন এখন আর শুধু স্কেচবুক আর কাটিং টেবিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ডিজাইনাররা আজ তাদের কাজকে রূপ দিচ্ছেন একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ডে, আর সেই ব্র্যান্ডের গল্প বলছেন সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্ট, রিল ও ভিডিওর মাধ্যমে। ডিজাইন এখন হয়ে উঠেছে শুধু পোশাক নয়, বরং একটি স্টাইল স্টেটমেন্ট, এক ধরনের আত্মপ্রকাশ।

আগে ডিজাইনারদের কাজ ছিল ডিজাইন করা, কাটিং-বাটার্ন তৈরি ও সেলাইয়ের মধ্যেই সীমিত। কিন্তু এখন তারা নিজেরাই কনটেন্ট নির্মাতা, মডেল এবং মার্কেটার। মোবাইল ক্যামেরা, এডিটিং অ্যাপ, রিল মিউজিক, সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম—সবই তাদের প্রতিদিনের সঙ্গী। ডিজাইনাররা নিজেরাই তুলে ধরছেন তাদের ভাবনা, থিম, আবেগ এবং ব্যক্তিত্ব।

এই নতুন ধারায় অনেকেই তৈরি করছেন নিজের ছোট ব্র্যান্ড, ‘মেইড বাই মি’ বা নিজের নামে ‘এক্স লেবেল’। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক—সবখানেই তারা নিজেদের ডিজাইন তুলে ধরছেন, দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন সরাসরি।

এই ধারার একটি অনুপ্রেরণামূলক উদাহরণ ফ্যাশন ডিজাইনার আনিসা ইসলাম ঐশী। তিনি বলেন, “আমি একজন ফ্যাশন ডিজাইনার, পাশাপাশি ব্র্যান্ড প্রোমোশনের কাজও করি। এই পেশার মাধ্যমে আমি বাংলাদেশের ফ্যাশন ডিজাইন নিয়ে কখন কী ট্রেন্ড চলছে, কীভাবে কাজ হচ্ছে—সবকিছু জানতে পেরেছি এবং সেটা মানুষকেও জানাতে পেরেছি। দিন শেষে আমি নিজেকে একজন স্বাবলম্বী নারী হিসেবে গড়ে তুলতে পেরেছি। আমি চাই, আমার মতো আরও অনেক মেয়ে যেন ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করুক, স্বপ্ন পূরণ করুক, এবং নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিখুক।”

ঐশীর অভিজ্ঞতা প্রমাণ করে, ফ্যাশন এখন কেবল সাজসজ্জার বিষয় নয়—এটি আত্মনির্ভরতা ও সম্ভাবনার নতুন দিগন্ত। ডিজাইনারদের উপস্থিতি এখন ক্যাটওয়াকের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে প্রতিটি মোবাইল স্ক্রলে।

সোশ্যাল মিডিয়া এখন ডিজাইনারদের জন্য একটি কার্যকর মার্কেটপ্লেস। ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া, প্রি-বুকিং, এমনকি কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগ—সবই সম্ভব হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে। এতে ডিজাইনাররা তাদের কাজের বার্তা ও দৃষ্টিভঙ্গি নিজস্ব কণ্ঠে প্রকাশ করতে পারছেন।

ফ্যাশন ডিজাইনের এই নতুন জগতে স্কেচ আর সোশ্যাল মিডিয়া পরস্পরের পরিপূরক। ডিজাইনাররা এখন শুধু পোশাক তৈরি করছেন না, তারা গড়ে তুলছেন একেকটি গল্প, একেকটি অনুপ্রেরণার জায়গা।