• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ঈদে প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’ মাতাচ্ছে দেশজুড়ে


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ঈদে প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’ মাতাচ্ছে দেশজুড়ে ad728

আনন্দ বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিনেই (০৭ জুন, শনিবার) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার চলচ্চিত্র ‘তাণ্ডব’। ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই ছবিটি দেশের মোট ১৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে, যা মুক্তির প্রথম দিনেই দর্শকদের মাঝে অভূতপূর্ব সাড়া ফেলেছে। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। নির্মিত হয়েছে আলফা-আই ব্যানারে, যেখানে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম—এসভিএফ ও চরকি।

২০২৪ সালে এই একই নির্মাতা ও প্রযোজকের সঙ্গে শাকিব খান অভিনীত ‘তুফান’ চলচ্চিত্রটি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। মুক্তির দিন সকাল থেকেই দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রিয় তারকাদের বড় পর্দায় ফিরে পেয়ে দর্শকরা উচ্ছ্বসিত। অ্যাকশন, থ্রিল ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমাটিকে অনেকেই ঈদুল আজহার সেরা উপহার হিসেবে বিবেচনা করছেন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে শাকিব খানের সঙ্গে রয়েছেন সাবিলা নূর ও গুণী অভিনেত্রী জয়া আহসান। পার্শ্বচরিত্রে রয়েছেন শিবা শানু, সিয়াম আহমেদ, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী, আফজাল হোসেন, অঙ্কিত বিপুল সহ আরও অনেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। সংগীতে আছেন প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ এবং আর্ট ডিরেকশনে ছিলেন শিহাব নুরুন নবী। এটি একটি সম্পূর্ণ বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র।

রাজধানী ঢাকাসহ সারাদেশে দর্শকরা ‘তাণ্ডব’ উপভোগ করছেন নিকটস্থ প্রেক্ষাগৃহে। ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা, শ্যামলী, আনন্দ, গীত, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম, ম্যাজিক মুভি থিয়েটার, সেনা অডিটোরিয়াম (সাভার), টঙ্গীর সাবা সুহানা সিনেপ্লেক্স এবং আর্মি অফিসার্স ক্লাবে চলছে ‘তাণ্ডব’-এর প্রদর্শনী।

এছাড়া চট্টগ্রামের সিনেমা প্যালেস ও সুগন্ধা, খুলনার লিবার্টি ও শঙ্খ, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স ও রাজতিলক, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বিজিবি অডিটোরিয়াম ও নন্দিতা, রংপুরের শাপলা, বরিশালের দ্বিপুচুরি, কক্সবাজারের কক্স থ্রিডি কমপ্লেক্স, ময়মনসিংহের ছায়াবাণী—প্রত্যেকটিতে ছবিটি দারুণভাবে চলছে। যশোর, বগুড়া, কুমিল্লা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, মাদারীপুর, নেত্রকোনা, পটুয়াখালী, ফরিদপুর, জামালপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ দেশের প্রায় প্রতিটি জেলায় একাধিক হলে প্রদর্শিত হচ্ছে ‘তাণ্ডব’।

এই ঈদে পরিবারের সঙ্গে সিনেমা দেখার আনন্দকে এক নতুন মাত্রা দিয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। দর্শকদের অভিমত, অ্যাকশন ও আবেগের এক দুর্দান্ত মিশেলে নির্মিত এই ছবিটি হতে পারে ঢালিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ও আলোচিত চলচ্চিত্র।