• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

আরটিভিতে ঈদের ৬ষ্ঠ দিনে প্রচারিত হবে আলমগীর কবির অভিনীত পাগল ছাড়া দুনিয়া চলে না।


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন ডেস্ক :

সোহাগ চৌধুরী পরিচালিত পাগল ছাড়া দুনিয়া চলে না। প্রচিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯.৩০ মিনিটে, এতে আরো অভিনয় করেছেন আরোশ খান, চমক,রকি সহ আরো অনেকেই। 
আলমগীর একজন অভিনেতা ও লেখক
 ইতিমধ্যে ৬০ এর অধিক  সিংগেল নাটক করেছেন, আলমগীর কবির মুলত এক জন  ক্যারেক্টার হিরো হিসাবে অভিনয় করে থাকেন, আলমগীর কবির বলেন  পুলিশ অফিসার চরিত্র,ডিবি অফিসার চরিত্রে, আমাকে অনেক পরিচালক কাজ দিয়ে থাকে। বিগত সময়ে  শখের বসতো কাজ শুরু করলেও এখন সে নিয়মিত নাটকে কাজ করে যাচ্ছেন, ইতিপূর্বে চারটি  ধারাবাহিক নাটকের কাজ করেছেন।  বর্তমান সময়ে বিভিন্ন বিটিভি সহ বেসরকারি চ্যানেলের নাটক গুলো তে নিয়মিত দেখা যাচ্ছে।   আলমগীর  এক প্রশ্নের জবাবে বলেন।  আপনি কোন চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ বোধ করেন।  তিনি বলেন সব চরিত্রই তার কাছে গুরুত্বপূর্ণ, গল্পের প্রয়োজনে সব চরিত্র তার কাছে গুরুত্বপূর্ণ, আর পরিচালকেরা যেভাবে বলেন ঠিক সেভাবে করার চেষ্টা করি, এবারের ঈদে আরটিভিতে আলমগীর কবিরের নাটক মুক্তি পাচ্ছে , পাগল ছাড়া দুনিয়া চলে না, আলমগীর বলেন অসম্ভব সুন্দর একটা গল্পের নাটক,আরোশ খান, চমক,রকি এর সাথে অভিনয় করেছি।  সিনেমাতে কাজ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে , তিনি বলেন ভাল গল্প এবং চরিত্র ভাল হলে অবশ্যই  করব, তিনি বলেন,  ঈদের পরে একটা সিনেমার কাজ করার কথা হয়েছে। পরিচালক জাফর আল মামুন ভাই এর সাথে, ঈদের পর থেকে সিনেমার শুটিং শুরু  হওয়ার কথা।  ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন সময় পেলে অভিনয় এর পাশাপাশি  লেখালিখি করে যাবে মানুষের পাশে থাকতে চাই, আলমগীর কবির  লেখা দুই টা বই ইতিমধ্যেই পাবলিশ হয়েছে,  ১, গভীর প্রেম, ২, রক্তাক্ত ৩৬ জুলাই ২৪। আলমগীর কবীরের
লেখক হিসাবে কেমন জানতে চাইলে,  আলমগীর কবির, বলেন এটা পাঠকই বলবে আমি কেমন, পাঠক যদি গ্রহণ করে তাহলে আমি লেখক।  আর পাঠক গ্রহণ না করলে আমি কিছু না, তবে দুই টা বই তে অগনীত পাঠকের  সাড়া ফেলেছে।