ধানমন্ডিতে রাজস্থান-এর গ্র্যান্ড ওপেনিং এ তারকাদের মিলনমেলা
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
বিনোদন ডেস্ক: ধানমন্ডির রানকন, এভিনিউ ২৭-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ছেলেদের বিলাসবহুল পাঞ্জাবি ও শেরওয়ানির ব্র্যান্ড 'রাজস্থান'। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা তাসনিয়া ফারিণ।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেতা ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস, কোরিওগ্রাফার গৌতম সাহা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী লুইপা, মডেল আয়েশা হক, মেকআপ আর্টিস্ট আমব্রিন, মডেল শাহেলা মজুমদার নিধি, মডেল আনিসা ইসলাম ঐশী, মডেল শেখ রাতুল রহমান এবং চিত্রনায়ক সিয়ামের স্ত্রী ব্রান্ড প্রমোটর শাম্মা রুশাফি অবন্তী।
তারা ফিতা কেটে নতুন এই শোরুমটির উদ্বোধন করেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা 'রাজস্থান' এর পাঞ্জাবি এবং শেরওয়ানির বিভিন্ন সংগ্রহ ঘুরে দেখেন।
এই অনুষ্ঠানে তারকারা জানান, 'রাজস্থান' বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন মাত্রা যোগ করবে। তাদের পাঞ্জাবি ও শেরওয়ানির ডিজাইনগুলো আধুনিক এবং ঐতিহ্যবাহী নকশার এক অসাধারণ মিশেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবু কাওছার এবং অন্যান্য অতিথিবৃন্দ। তারা সবাই আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :