দেব–শুভশ্রীর পুরোনো প্রেম আবার আলোচনায়, এক দশক পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
বিনোদন ডেস্ক: একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের রসায়ন ছিল অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তারা। সেই ছবির সাফল্য কেবল ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনেও নিয়ে আসে ঘনিষ্ঠতা। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’— একের পর এক হিট ছবিতে তাদের রোমান্স দর্শকদের মুগ্ধ করে।
গুঞ্জন নয়, বরং সত্যিকারের প্রেমই চলছিল তাদের মধ্যে। এমনকি শুভশ্রীর পরিবারও মেনে নিয়েছিল দেবকে। অনেকেই আশা করেছিলেন, এই সম্পর্ক বিয়েতে গড়াবে। কিন্তু বাস্তবতার গল্প অন্য রকম হয়ে গেল। সময়ের সঙ্গে দেবের জীবনে আসেন রুক্মিণী মৈত্র। দেব–রুক্মিণীর ঘনিষ্ঠতায় শুভশ্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, এবং একসময় পুরোপুরি বিচ্ছেদ ঘটে।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল দেব–শুভশ্রীর শেষ ছবি একসঙ্গে। তবে প্রেম ভাঙার পরও পেশাদারিত্ব বজায় রেখে ২০১৫ সালে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তারা ‘ধূমকেতু’ ছবির জন্য। নানা জটিলতায় আটকে থাকা এই সিনেমাটি অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে। আর এই খবরে আবারও ফিরে এসেছে দেব–শুভশ্রীর পুরোনো প্রেমের গল্প।
শুভশ্রী এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের সম্পর্কের ভিত্তি এখন শুধুই পেশাদারিত্ব। ভালো গল্প ও চরিত্র পেলে আমরা আবারও একসঙ্গে কাজ করব।” অন্যদিকে দেব জানান, “এই জন্মে শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, আমিও পারব না আমার নাম থেকে শুভশ্রীকে। অনস্ক্রিন জুটি হিসেবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকব।”
‘ধূমকেতু’ নির্মাতা রাজ চক্রবর্তীর জন্যও এই মুক্তি বহু প্রতীক্ষার অবসান। আর দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্রও জানিয়েছেন, “আমি জানি, এই ছবির মুক্তির জন্য দেব কতটা অপেক্ষা করছিল।”
সব মিলিয়ে, ‘ধূমকেতু’ মুক্তি শুধু একটি সিনেমা নয়—বরং টলিউডের সবচেয়ে আলোচিত এক অনস্ক্রিন জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনার মুহূর্ত।
দেব–শুভশ্রীর পুরোনো প্রেম আবার আলোচনায়, এক দশক পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’
আপনার মতামত লিখুন :