মঞ্চে গাইতে গাইতে প্যান্ট খুলে গেল বিয়ন্সের!
Md Rafiqul Islam
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
মঞ্চে গাইতে গাইতে আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হলেন বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি লন্ডনের একটি স্টেডিয়ামে কনসার্টে পারফর্ম করার সময় নাচের এক পর্যায়ে তার সোনালি প্যান্ট খুলে মঞ্চে পড়ে যায়।ভক্তদের সামনে এমন বিব্রতকর পরিস্থিতি হলেও তা সামাল দিতে সক্ষম হন বিয়ন্সে। ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে পড়েন তিনি। এরপর নিজের প্যান্টটি দ্রুত ও চতুরভাবে আবার পরে নেন। সহনৃত্যশিল্পীদের একজন পেছন থেকে এগিয়ে এসে তাকে সাহায্যও করেন। এর মধ্যেই বিয়ন্সে গানে ফিরে যান এবং পারফরম্যান্স চালিয়ে যান নির্বিঘ্নে।ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিয়ন্সের আত্মসংবরণ ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।চলতি বছর এপ্রিল থেকে ‘কাউবয় কার্টার’ নামে একটি কনসার্ট ট্যুরে রয়েছেন বিয়ন্সে। এটি শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউড থেকে। ট্যুরটি চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত, শেষ অনুষ্ঠান হবে আমেরিকার নেভাদার প্যারাডাইসে। সুত্র -মনবজমিন
আপনার মতামত লিখুন :