শালীনতার সুরে ফ্যাশনের গল্প: মডেস্ট ফ্যাশন ব্লগার আফসানা করিম শিশির
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
বিনোদন ডেস্ক: সময়ের সাথে বদলেছে ফ্যাশনের সংজ্ঞা। কিন্তু শালীনতা আর আত্মপরিচয়ের সমন্বয় রেখে ফ্যাশনের জগতে পথচলা এখনো চ্যালেঞ্জিং, বিশেষ করে হিজাবি নারীদের জন্য। আর এই চ্যালেঞ্জকে আত্মবিশ্বাস আর সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছেন মডেস্ট ফ্যাশন ব্লগার ও ব্র্যান্ড প্রমোটার আফসানা করিম শিশির।
গর্বের সঙ্গে নিজেকে একজন হিজাবি নারী হিসেবে তুলে ধরছেন তিনি। থ্রি-পিস, ড্রেস, বোরখা, হিজাবসহ মডেস্ট ফ্যাশনের বিভিন্ন ধরণ নিয়ে কাজ করছেন শিশির। এরই মধ্যে দেশের নানা প্রান্তের সনামধন্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি — যেখানে পণ্যের পরিচিতি পৌঁছে যাচ্ছে তার পরিচ্ছন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে।
তবে এই পথচলা সহজ ছিল না। একজন হিজাবি নারী হিসেবে ফ্যাশনের জগতে কাজ করা কিছুটা জটিল হলেও শিশির বলেন, “আলহামদুলিল্লাহ, আমি শালীনতার সাথে কাজ করছি। চেষ্টা করি সবসময় নিজের মূল্যবোধ ঠিক রেখে ব্র্যান্ডগুলোর জন্য কাজ করতে।”
শিশিরের সবচেয়ে বড় শক্তি তার পরিবার। তিনি জানান, “পরিবারের পূর্ণ সহযোগিতা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। একজন নারীর জীবনে সবচেয়ে বড় শক্তি যদি কিছু থাকে, তা হলো তার পরিবারের পাশে থাকা।”
শুধু ব্র্যান্ড প্রমোশনেই নয়, আফসানা করিম শিশির নিজের একটি বিজনেসও পরিচালনা করছেন। ভবিষ্যতে তার স্বপ্ন আরও বড় — নিজস্ব একটি শোরুম তৈরি করা, যেখানে মেয়েদের জন্য থাকবে থ্রি-পিস, হিজাব, বোরখা, অ্যাকসেসরিজসহ মডেস্ট ফ্যাশনের পূর্ণ কালেকশন।
মডেস্ট ফ্যাশনের এই অগ্রদূত প্রমাণ করে দিচ্ছেন — শালীনতা কখনোই বাধা নয়, বরং আত্মবিশ্বাস আর সাহস থাকলে যে কেউ পৌঁছাতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।
আপনার মতামত লিখুন :