• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সাংবাদিকদের প্রতি 'চরকি'-এর অসৌজন্যমূলক আচরণে বাচসাসের নিন্দা


FavIcon
আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2025 ইং
ছবির ক্যাপশন: চলচ্চিত্র সাংবাদিকদের প্রতি 'চরকি'-এর অসৌজন্যমূলক আচরণ: বাচসাসের তীব্র নিন্দা ad728

বিনোদন ডেস্ক: দেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'-এর বিরুদ্ধে বিনোদন সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সম্প্রতি 'চরকি' তাদের প্রযোজিত 'উৎসব' সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করলেও, আমন্ত্রিত সাংবাদিকদের জন্য সিনেমা হলে কোনো আসন বরাদ্দ রাখেনি। এতে সাংবাদিকরা অপদস্থ হয়ে ফিরে আসতে বাধ্য হন।

বাচসাস মনে করে, 'চরকি'-এর এই আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করার শামিল। শুক্রবার (২০ জুন), বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে 'চরকি'-এর এমন নিন্দনীয় ও ধিক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ জানান।

এক বিজ্ঞপ্তিতে বাচসাস নেতৃবৃন্দ বলেন, "দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকেই চলচ্চিত্র সাংবাদিকরা এর উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাচসাস চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গনে সেতুবন্ধন রচনা করেছে।" তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে কোনো কোনো সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, ও শিল্পী বিনোদন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক ও জবরদস্তিমূলক আচরণ করছেন, যা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটি কোনোভাবেই কাম্য নয়।

বাচসাস দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন। তাই, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ অত্যন্ত জরুরি। বাচসাস আশা প্রকাশ করেছে যে, 'চরকি' সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি ঘটবে না এবং প্রত্যেকের কাছ থেকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশিত।