• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘জানি না’


FavIcon
Ananda Binodon
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত : ad728

আনন্দ বিনোদন ডেস্ক :
হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘জানি না’ – ভিন্ন স্বাদের নতুন গান

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ আবারও হাজির হয়েছেন নতুন চমক নিয়ে। গানের নাম ‘জানি না’—যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গানের কথা লিখেছেন শ্রাবণ, আর সুর ও সংগীতায়োজন করেছেন স্বয়ং হাবিব ওয়াহিদ।

টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। নিজের অফিসিয়াল পেজে টিজারটি প্রকাশ করে হাবিব লিখেছেন,“গানটি একটু অন্যরকম সুর ও সংগীতের। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”

দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন ঘরানার গান দিয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন এই শিল্পী। তাঁর সুরে রয়েছে আধুনিকতার ছোঁয়া, আর কণ্ঠে এক বিশেষ আবেগ যা গানকে আরও জীবন্ত করে তোলে। নতুন গান ‘জানি না’ নিয়েও শ্রোতাদের প্রত্যাশা তুঙ্গে।
হাবিব ভক্তদের মতে, এই গানে রয়েছে মেলোডি ও আধুনিক সাউন্ডের চমৎকার মিশ্রণ, যা প্রেম, আবেগ ও মায়ার এক অনন্য অনুভূতি জাগাবে।গানটির মূল বৈশিষ্ট্য: গীতিকার: শ্রাবণ সুর ও সংগীত: হাবিব ওয়াহিদ
ধরণ: ভিন্ন স্বাদের মেলোডি-পপ টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়
বাংলাদেশের আধুনিক সংগীত জগতে হাবিব ওয়াহিদের অবদান অনস্বীকার্য। তাঁর নতুন গান ‘জানি না’ হয়তো আবারও প্রমাণ করবে—তিনি কেন এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ও প্রিয় শিল্পীদের একজন