আবারো গানে ফিরছেন ‘সে যে বসে আছে গায়ক’ অর্নব

0
1161

 অনেক দিন ধরে নতুন গান নেই। ফেসবুকে ঢুঁ দিয়েও পাওয়া যায় না। অর্ণব তাহলে কী করছেন? এমন প্রশ্ন যখন ভক্ত-শ্রোতাদের মনে তখনই পাওয়া গেল অর্ণবকে। ৫ ও ৮ সেপ্টেম্বর নিকেতনে অদিতের স্টুডিওতে তাঁর সঙ্গে আড্ডা দিয়েছেন, মিটিং করেছেন ‘সে যে বসে আছে গায়ক’।

ধারণা করা হচ্ছে, নতুন কিছুর প্ল্যান করছেন দুজন। এ বিষয়ে এখনো মুখ খোলেননি অর্ণব। তবে অদিত বলেছেন, ‘অর্ণব ভাইয়া আমার পছন্দের গায়কের একজন। অনেক দিন তাঁর কোনো নতুন গান নেই। একটি গান নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছি। শিগগিরই গানটি তৈরিতে হাত দেব। অর্ণব ভাইয়ের গানে আলাদা একটা ধাঁচ আছে। সেটা মাথায় রেখেই ট্র্যাকটি তৈরি করব। কাজ শেষ হলে ভিডিও আকারে এটি প্রকাশ করা হবে।’

এদিকে ৮ সেপ্টেম্বর বাংলাভিশনে প্রচারিত ‘আমার আমি’তে মিথিলার সঙ্গে অংশ নিয়েছেন অর্ণব। সব মিলিয়ে অর্ণব যে আবারও গানে নিয়মিত হচ্ছেন সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।