বিজ্ঞাপনে আবারো একসাথে ইমন-সারিকা

0
1266

আশরাফুল ইসলাম আকাশ: ইমন-সারিকা আবারো একসাথে জুটি বাধঁতে যাচ্ছেন হ্যান্ড ওয়াশের নতুন একটি বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন আকাশ আমিন।

বিজ্ঞাপনটি সম্পর্কে নির্মাতা বলেন, গল্পটি পুরোপুরি ব্যতিক্রম, তবে প্রোডাক্ট এর সাথে মিল রেখেই গল্পটি নির্ধারণ করা হয়েছে। আর ইনডোর আউটডোর মিলিয়েই বিজ্ঞাপনটির চিত্রায়ন করা হবে বলে পরিচালক জানান। ইমন-সারিকা বাংলাদেশে বিজ্ঞাপন জগতে অন্যতম সেরা জুটি। প্রোডাক্ট এর জন্য গল্প আর গল্পতে সুন্দরভাবে প্রোডাক্টকে প্রেজেন্টেশন করার জন্যই বিজ্ঞাপনটিতে ইমন-সারিকাকে জুটিবদ্ধ করা হয়েছে। সম্প্রতি আকাশ আমিন আরো ৫টি বিজ্ঞাপন চিত্রের কাজ সম্পন্ন করেছেন। ডিটারজেন্ট এর ৩টি, মশার কয়েল এর ১টি ও প্রসাধনী পণ্যের ১টি। এতে মডেল ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম, অরুনা বিশ্বাস, অরিন, জিদান, অঞ্জলি, পুষ্পিতা পপি সহ আরো অনেকে।