এমি এ্যাওয়ার্ডে ৭০তম আয়োজনে বিজয়ী যারা

0
1136

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন টেলিভিশনের সর্বোচ্চ সম্মাননা এমি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে প্রাইমটাইম এমির ৭০তম আয়োজনে শ্রেষ্ঠ কমেডি সিরিজসহ সবচেয়ে বেশি ৫টি অ্যাওয়ার্ড জিতেছে অ্যামাজনের সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। শ্রেষ্ঠ ড্রামা সিরিজ হয়েছে এইচবিওর বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোন্স’। প্রাইমটাইম এমির ৭০তম সংস্করণের শুরুতেই বরাবরের মতো রেড কার্পেট। মার্কিন টিভি জগতের নামিদামিদের জাঁকজমকপূর্ণ প্রবেশ। অনুষ্ঠানের মূল পর্ব উপস্থাপনা করেন কমেডি অভিনেতা মাইকেল চে এবং কলিন জোস্ট। ২৬ ক্যাটাগরির মধ্যে নমিনেশন ভাগ্যে সর্বকালের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স এগিয়ে থাকলেও পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অগ্রগামী ছিল অ্যামাজনের কমেডি সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। সিরিজটির প্রধান চরিত্র মেইজেল এক মার্কিন গৃহিণী যিনি হঠাৎ করেই স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আবির্ভূত হন। নাম চরিত্র মেইজেলের ভ‚মিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন র‌্যাচেল ব্রসনান। শ্রেষ্ঠ কমেডি সিরিজের পুরস্কারও জিতেছে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’। এমির মূল আকর্ষণ শ্রেষ্ঠ ড্রামা সিরিজের খেতাব পেয়েছে এইচবিওর বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোন্স’। এ সিরিজে অভিনয়ে শ্রেষ্ঠ সহঅভিনেতার পুরস্কার জিতেছেন পিটার ডিঙ্কলেজ। ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণ এবং শাসনকালে শুরুর দিক নিয়ে সিরিজ ‘দ্য ক্রাউন’ জিতে নিয়েছে ড্রামা সিরিজে সেরা পরিচালনার পুরস্কার। রানীর ভ‚মিকায় অভিনয় করে ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে ওয়াশিংটনে দুই রুশ গুপ্তচরের মার্কিনি সেজে বসবাসের গল্প নিয়ে ড্রামা সিরিজ ‘দ্য অ্যামেরিকানস’। দ্য অ্যামেরিকানসের শীর্ষ চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাথিউ রাইস। এমির এবারের সংস্করণে গত কয়েক বছরের মতো উপমহাদেশের কোনো তারকার দেখা মেলেনি। এদিকে এবারের আসরে একজন অ্যামি অ্যাওয়ার্ড জয়ী প্রেম নিবেদন করেছেন তার প্রেমিকাকে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। গ্ল্যান ওয়েস। পেশায় পরিচালক। অ্যামিতে এবার তিনি পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। তিনি তার পুরস্কার নেয়ার জন্য মঞ্চে এসে দর্শক সারিতে থাকা প্রেমিকা জ্যান সেডসেনকে মঞ্চে ডেকে নেন।